সুপ্রিম কোর্ট থেকে ইয়াবাসহ একজন আটক
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
সুপ্রিমকোর্টের এনেক্স (অতিরিক্ত) ভবনের মূল গেট থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছেন আদালত অঙ্গনে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই ব্যক্তির নাম কানু (৩৩)। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়।
আদালতের ভেতরে প্রবেশ করার সময় সন্দেহ হলে কানুর দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় তার কাছে থাকা সিগারেটের প্যাকেট থেকে বেশ কয়েকটি ইয়াবা উদ্ধার করা হয়।
কানু নিজেকে কিশোরগঞ্জ জেলা বারের এক আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে নিজেকে সুপ্রিম কোর্টের আইটি শাখায় কর্মরত অর্জুন নামে এক নারীর স্বামী বলেও দাবি করেন কানু। কানুর বাবার নাম চিত্ত রঞ্জন। তাদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি থানায়।
ঘটনার ১০ মিনিট পর সুপ্রিম কোর্টে অবস্থিত পুলিশের সাব কন্ট্রোল রুম থেকে কানুকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলার খবর পাওয়া যায়নি।