
‘জঙ্গি হামলা জনশক্তি রপ্তানিতে প্রভাব ফেলবে না’
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
দেশে সম্প্রতি জঙ্গি হামলার ঘটনা জনশক্তি রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। একইসঙ্গে জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে চার বাংলাদেশি শ্রমিক দণ্ডিত হওয়ার ঘটনায়ও সেদেশে শ্রমিক প্রেরণে বাধাগ্রস্ত করবে না বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের একবছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ কথা বলেন মন্ত্রী নুরুল ইসলাম।
এছাড়া চলতি বছর সাড়ে সাত লাখ শ্রমিক বিদেশ যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
আগামী বছর এ সংখ্যা আট লাখ ছাড়ানোরও প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, জঙ্গি হামলা শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবের মদিনা পর্যন্ত ঘটছে। তাছাড়া বিদেশে বাংলাদেশি কর্মীরা সুনামের সঙ্গে কাজ করায় তাদের চাহিদাও বিপুল।
তবে সম্প্রতি জঙ্গি হামলার ঘটনা বাংলাদেশ সফলভাবে মোকাবেলা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জঙ্গিবাদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।
সিঙ্গাপুরে চার বাংলাদেশি দণ্ডিত হওয়ার বিষয়ে প্রবাসীকল্যাণ সচিব শামসুন্নাহার বলেন, সিঙ্গাপুর এ ঘটনাকে ‘ইনডিভিজ্যুয়াল’ হিসেবেই দেখছে। এ ঘটনা বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে প্রভাব ফেলবে না।
অতিরিক্ত অভিবাসন ব্যয়ের বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এ বিষয়ে ব্যক্তিগতভাবে শ্রমিকদের ডেকে জিজ্ঞেস করেও আমরা কোনো অভিযোগ পাইনা। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, কবে কীভাবে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নেবে তা আমরা জানিনা। এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। তবে দেশটিতে শ্রমিক পাঠানো সিন্ডিকেটের হাতে যাওয়া প্রসঙ্গটি অস্বীকার করে তিনি বলেন, মালয়েশিয়ার কাছে বাংলাদেশের ৭শ’ ৪৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা দেওয়া রয়েছে। তারা তাদের ইচ্ছেমত এজেন্সির মাধ্যমে শ্রমিক নেবে।