অর্থ ও বাণিজ্য

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানবি ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে মন্ত্রীর দফতরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশ ও জাপান বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের যোগাযোগ এবং বিদ্যুৎ খাতসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে জাপানি উদ্যোক্তাদের আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া ঢাকার গুলশানে সাম্প্রতিক জঙ্গি হামলায় নিহত জাপানের নাগরিকদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।

জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশে জাপানের সহযোগিতা সম্প্রসারণের আশ্বাস ব্যক্ত করেন।

বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফানের সৌজন্য সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশ্বব্যাংক প্রতিনিধি বাংলাদেশের উচ্চমাত্রার প্রবৃদ্ধি অর্জনসহ বিভিন্ন উন্নয়ন সূচকের অভাবনীয় অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের চলমান অগ্রগতির অগ্রযাত্রা আরো গতিশীল করার মাধ্যমে উন্নত জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

Show More

আরো সংবাদ...

Back to top button