জেলার সংবাদ

চতুর্থবার ধরা

ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

শরীরে বিশেষ কৌশলে বেঁধে ফেনসিডিল পাচার করার সময় ফের আটক হয়েছে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম। এ নিয়ে চতুর্থবারের মতো ধরা খেলেন তিনি। শহিদুল ইসলাম (৪০) সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের জাহা বকস গাজীর ছেলে। কলারোয়ার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার বাশারাত জানান, আজ বৃহ্স্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে টহলরত অবস্থায় উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রাস্তা থেকে শহিদুল ইসলামকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি  করে বিশেষ কৌশলে জ্যাকেট আকৃতির পোশাকে পেঁচিয়ে রাখা ৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৪০০ টাকা। কলারোয়া থানার বিট অফিসার এএসআই রতন কুমার জানান, মাদক ব্যবসায়ী এ নিয়ে চারবার আটক হলেন। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় একাধিক মামলা রয়েছে। কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, আটক শহিদুলের বিরুদ্ধে হাবিলদার বাশারাত বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button