
জোট নেতাদের নিয়ে বৈঠকে খালেদা
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন জোট নেত্রী খালেদা জিয়া।
বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় পর্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআই ফজলে রাব্বি মিয়া, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত আছেন।
দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জোট নেতাদের পরামর্শ ও মতামত নিতেই এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
২০ দলের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।