
জাতীয়
ইউটিলিটি বিলে দুর্নীতিবিরোধী স্লোগান ব্যবহারের নির্দেশ
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ইউটিলিটি সার্ভিস প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিলে দুর্নীতিবিরোধী স্লোগান ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, ওয়াসা, ডেসকো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি, তিতাস গ্যাসসহ অন্যান্য কোম্পানির বিলে ও বিভিন্ন সরকারি স্ট্যাম্পে এবং সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রদেয় হোল্ডিং ট্যাক্সের রশিদে স্লোগান ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, এ ধরনের স্লোগান ব্যবহারে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরো বেগবান হবে। এটি গণসচেতনতা বৃদ্ধি ও দুর্নীতিবিরোধী মানসিকতা গঠনেও সহায়ক হবে।
এসময় মন্ত্রিপরিষদ বিভাগ ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ শীর্ষক একটি স্লোগান ব্যবহারেরও পরামর্শ দেয়।