
পরিকল্পিত হত্যাকাণ্ডে জামায়াত-শিবির জড়িত
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, সম্প্রতি গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে সুপরিকল্পিতভাবে হামলা করে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। এই হামলায় অংশগ্রহণকারীরা জামায়াত-শিবিরের কর্মী। দেশে হত্যাকাণ্ডের ঘটনায় আইএস’র সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে যশোর জিলা স্কুল মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, গুলশান হামলা ও পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াত ও শিবিরের কর্মীরা জড়িত। গুলশান হামলায় জড়িত বগুড়ার দুই জঙ্গি শিবিরের কর্মী ছিলো। ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যাকাণ্ডের ঘটনায় আটক শিবির কর্মী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) ইসলামকে শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে গোটা বিশ্বের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হন। সেই ধর্মের নামে আইএস এখন বিভিন্ন দেশে হত্যা-সন্ত্রাস করে ইসলামের পবিত্রতা নষ্টের চক্রান্ত করে আসছে।
তিনি আইএস-এর অপতৎপরতার কথা উল্লেখ করে বলেন, ইসলামিক স্টেট কায়েমের নামে এই জঙ্গি সংগঠনটি ইরাকের তিন হাজার বছরের সভ্যতা ধ্বংস করেছে। সিরিয়ায় মুসলমানদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে।
আইএসকে ইসরায়েলি ইহুদিদের সংগঠন দাবি করে তিনি বলেন, তারা মুসলিম অধ্যুষিত দেশে হামলা চালালেও ইহুদি-নাসারাদের তীর্থভূমি ইসরায়েলে কখনও হামলা করে না। আইএস’র কর্মকাণ্ডে প্রামাণিত তারা ইহুদি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর সংগঠন।
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক নাসির উদ্দিন মোল্ল্যা প্রমুখ।