
দুবাইয়ের তাপমাত্রা হবে ৬৪ ডিগ্রি সেলসিয়াস!
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের তাপমাত্রা বেড়ে ৬৪ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি অ্যান্ড সিসমোলজি’র (এনসিএমএস) বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
এনসিএমএস আবহাওয়ার পূর্বাভাসে জানায়, বৃহস্পতিবার দেশটির আকাশ আংশিক মেঘলা দেখায়। প্রকৃতিতে দিনব্যাপী রোদের সঙ্গে সতেজ বাতাসও প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে উপকূল অঞ্চলের তাপমাত্রা বেড়ে হতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকু ওয়েদার বলছে, আগামী শনিবার ও রোববার দুবাইয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে।
আর এ তাপমাত্রা আগামী সপ্তাহের যে কোনো দিন বেড়ে ৬৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।