আন্তর্জাতিক

আলেপ্পোতে বিমান হামলায় নিহত ১২

ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলায় কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এক পর্যবেক্ষণ সংস্থার বরাতে জানিয়েছে এএফপি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিমান হামলায় আলেপ্পোর পূর্বে তারিক আল-বাবে ৯ জন এবং শালিন জেলায় তিনজন নিহত হয়েছেন।

ব্রিটেন ভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, এ বিমান হামলা সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বাহিনী চালিয়েছে নাকি তার মিত্র রাশিয়া চালিয়েছে সে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

২০১১ সালের মার্চে সিরিয়ায় শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় দুই লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button