
সিঙ্গাপুরে সাজাপ্রাপ্ত জঙ্গি কায়েস আওয়ামী লীগ নেতার ছেলে
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪): সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নের অভিযোগে সাজাপ্রাপ্ত ৪ বাংলাদেশির একজন জাবেদ কায়সার ওরফে কায়েস চট্টগ্রামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর হরিণা গ্রামের বাসিন্দা এই আওয়ামী লীগ নেতার নাম নুরুল ইসলাম।
নুরুল ইসলাম সম্প্রতি অনুষ্ঠিত আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। কিন্তু বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তিনি কোন পদে নেই বলে জানা গেছে।
জঙ্গি অর্থায়নের অভিযোগে গত ১২ জুলাই সিঙ্গাপুরের আদালত চার জঙ্গিকে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। এদের মধ্যে আড়াই বছরের সাজা দেয়া হয় কায়েসকে। অপর তিন জঙ্গির মধ্যে দল নেতা মিজানুর রহমানকে (৩১) পাঁচ বছর, রুবেল মিয়াকে(২৬) দুই বছর এবং ইসমাইল হাওলাদার সোহেলকে (২৯) আড়াই বছরের সাজা দেয়া হয়।
সূত্র জানায়, আওয়ামী লীগ নেতার ছেলে জঙ্গি জাবেদ কায়সার ওরফে কায়েস স্থানীয় আধুনগর হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। জাবেদ একজন ইলেকট্রিক টেকনেশিয়ান। বিদেশ যাওয়ার আগে ঢাকার একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে কোর্স করেন।
পরে সিঙ্গাপুরের একটি প্রতিনিধি দল তাকে সিঙ্গাপুর নিয়ে যায়।