
জেলার সংবাদ
দিনাজপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
দিনাজপুরের খানসামা উপজেলার শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই স্কুলের মৌলভী শিক্ষক আলতাফুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার এ মামলা দায়ের করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, খানসামা উপজেলার শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে শিক্ষক আলতাফুর রহমান যৌন হয়রানি স্কুলের পিছনে ও বাড়িতে কথা বার্তা বলে নিপীড়ন করছিল। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের কাছে ঘটনার বিষয়ে অভিযোগ করা হলেও তিনি তাৎক্ষণিক কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি।
এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা জিয়াউর রহমান বাদী হয়ে খানসামা থানায় মামলা করেছেন। মামলার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধনী-০৩ এর ১০ ধারায় যৌন নিপীড়ন অপরাধে দায়েরকৃত মামলা নং- ৪।