জেলার সংবাদ

ঢাকা মহানগরীতে ২০২১ সালের মধ্যে পানি সরবরাহ নিশ্চিত হবে

ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ঢাকা ওয়াসা ২০২১ সালের মধ্যে রাজধানীর সব মানুষের জন্য চৌপ্রহর বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে এডিবি’র সহায়তায় একটি প্রকল্প বাস্তবায়ন করবে।

৪০৮ মিলিয়ন ডলারের এ প্রকল্পে এডিবি সহজ শর্তে ২৭৫ মিলিয়ন ডলার ঋণ দেবে। এ লক্ষ্যে আগামী সপ্তাহে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ২০২১ সালের মধ্যে বাস্তবায়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকারের সঙ্গে এডিবি’র ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রকল্পটির ডেপুটি প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আবদুস সালাম বাসস’কে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীর সব নাগরিক সব সময় ওয়াসার পানি পাবে। রাজধানীর পানি সরবরাহ ব্যবহার উন্নয়নের লক্ষ্যেই প্রকল্পটি নেয়া হয়েছে।

২০১৬ সালের ২৪ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়।

 

Show More

আরো সংবাদ...

Back to top button