
জাতীয়
আজ বিশ্ব যুব দক্ষতা দিবস
ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
আজ বিশ্ব যুব দক্ষতা দিবস। জাতিসংঘের অন্যান্য সদস্য দেশগুলোর মতো বাংলাদেশে এ দিবসটি পালন করা হবে।
দিবসটি পালন উপলক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল-এনএসডিসি বিকাল সাড়ে তিনটায় তেজগাঁওয়ের এনএসডিসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে।
এতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
যুবকদের দক্ষতা অর্জনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ২০১৪ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সাল থেকে বাংলাদেশসহ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে প্রথমবারের মতো বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয়।