আন্তর্জাতিক

আততায়ী চালককে গুলি করে হত্যা করেছে পুলিশ

ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

বাস্তিল দিবসের বাৎসরিক অনুষ্ঠান চলাকালীন সমবেত ভিড়ের মধ্যে ঢুকে পড়ল একটি ট্রাক। আর তার জেরে প্রাণ হারালেন কমপক্ষে ৭৭ জন। আহত আরও ১০০। ফ্রান্সের নাইস শহরে চলছিল বাস্তিল অনুষ্ঠান। তখনই ঘটনাটি ঘটে। চালক ঘটনাস্থল থেকে প্রাণভয়ে পালিয়ে যেতে থাকা মানুষদের ওপর গুলি বর্ষণ করতে থাকে। এ সময় পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে চালক নিহত হয়। তার পরিচয় পাওয়া যায়নি। নিহত চালকের পাশে বেশ কিছু স্বয়ংক্রিয় আগ্নয়াস্ত্র ও গ্রেনেড পড়ে থাকতে দেখা যায়। জানা যায়, চালক হঠাৎই দূরপাল্লার ভারী ট্রাকটিকে জনগণের ওপর উঠিয়ে দেয় এবং এলোমেলো গতিতে মানুষের ওপর দিয়ে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত চালিয়ে নিয়ে যায়। যার নিচে প্রায় শ’খানেক মানুষ চাপা পড়ে। এখন পর্যন্ত ৭৭ জন নিহত ও ১০০ জন আহতের খবর পাওয়া গেছে।

Show More

আরো সংবাদ...

Back to top button