আন্তর্জাতিক

ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল ৩ মাস

ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে জনতার ওপর ট্রাক হামলার পর দেশটিতে জারিকৃত জরুরি অবস্থার মেয়াদ আরও তিনমাস বৃদ্ধি করা হয়েছে। গত বছর প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর এ জরুরি অবস্থা জারি করা হয়।

বৃহস্পতিবারের ঘটনাটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জরুরি অবস্থা আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দেন।

এদিকে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলার ঘটনায় বিশ্বনেতারা নিন্দা জানিয়ে ফ্রান্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, হামলাকারী তিউনিসীয় বংশোদ্ভূত। একই সঙ্গে সে ফ্রান্স ও তিউনিসিয়ার দ্বৈত নাগরিক (ডুয়াল সিটিজেনশিপ)। তার বয়স ৩১।

গত ১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের হামলায় ১৩০ জন নিহত হয়। আহত হয় আরও শতাধিক মানুষ। এর আট মাস একদিনের মাথায় ফের রক্তাক্ত হলো ফ্রান্স।

Show More

আরো সংবাদ...

Back to top button