আন্তর্জাতিক

স্বামী নেই, শ্বশুর ও শাশুড়িকে নিয়ে হানিমুন

ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

হানিমুন। তাও আবার স্বামীকে ছাড়া হয় নাকি। কিন্তু, বাস্তবিক তাই হল। স্বামীর পরিবর্তে শ্বশুর ও শাশুড়িকে সঙ্গে নিয়ে হানিমুনে যেতে হল পাকিস্তানের যুবতিকে। সৌজন্যে ভিসা সমস্যা।

হুমা মোবিন ও আর্সালান সেভের বাট নামে ওই পাকিস্তানি দম্পতি গ্রিসে তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী উদযাপন করবেন বলে ঠিক করেছিলেন। পরিকল্পনা মতো সব ঠিকই ছিল। কিন্তু, বাধ সাধে গ্রিস দূতাবাস। আর্সালান সেভের বাটের ভিসার আবেদন নাকচ করে দেয় তারা। ফলে সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। অবশেষে বাধ্য হয়ে শ্বশুর ও শাশুড়িকে নিয়ে গ্রিসে যেতে হয় হুমা মোবিনকে।

যদিও স্বামীহীন হানিমুনের হতাশা চেপে রাখতে পারেননি হুমা মোবিন। বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে গোমরা মুখের ছবি পোস্ট করেছেন তিনি। সত্যিই তো, স্বামীকে ছাড়া কী আর হানিমুন জমে!

 

Show More

আরো সংবাদ...

Back to top button