
জাতীয়
বেনাপোলে কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে প্রায় কোটি টাকা মূল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ ফরিদ হোসাইন নামে পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করেন।
আটক ফরিদ নারায়ণগঞ্জের নগরসাথী থানার কাহুর গ্রামের রজব আলীর ছেলে। তিনি ভারত থেকে যাত্রীবেশে দেশে ফিরছিলেন।
তার কাছ থেকে উদ্ধার করা বৈদেশিক মুদ্রার মধ্যে ভারতীয় রুপি, ইউএস ডলার ও ইউরোসহ আরো কয়েকটি দেশের মুদ্রা রয়েছে।
বেনাপোল কাস্টমস সুপার উত্তম সমদ্দার জানান, ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বৈদেশিক মুদ্রার পরিমাণ জানানো হবে।