জাতীয়
গুলিভর্তি শাটারগানসহ সন্ত্রাসী আটক
ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রাজধানী থেকে গুলিভর্তি শাটারগানসহ নাজমুল হোসেন ওরফে নাসির (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের মতিঝিল জোনাল টিম।
শুক্রবার সকালে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান।
অভিযানের নেতৃত্ব দেয়া মতিঝিল জোনাল টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, বৃহস্পতিবার রাতে মতিঝিল থানা এলাকার টিঅ্যান্ডটি কলেজের সামনে রাস্তা থেকে নাসির নামের ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ সংক্রান্তে অস্ত্র আইনের ১৯-এ ধারায় ওই রাতেই মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১১।