
বিনোদন
মুক্তির আগেই আইনি ঝামেলায় গ্রান্ড মাস্তি
ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রিলিজ়ের আগেই আইনি ঝামেলায় জড়াল গ্রেট গ্র্যান্ড মস্তি। ছবিতে তাঁর নাম ব্যবহার করা হয়েছে, এই অভিযোগে একতা কাপুর, জিতেন্দ্র ও ইন্দর কুমারকে আইনি নোটিস পাঠালেন শাইনি আহুজা।
২০০৯-এ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল শাইনির বিরুদ্ধে। অন্যদিকে, গ্রেট গ্র্যান্ড মস্তি-তে এক পরিচারিকার নাম দেখানো হয়েছে শাইনি। ঝামেলার সূত্রপাত এখান থেকেই। এরপরই গ্রেট গ্র্যান্ড মস্তির নির্মাতাদের নোটিস পাঠান শাইনি।
শাইনির আইনজীবী নীরজ চৌধুরী জানান, শাইনির বিরুদ্ধে মামলাটি আদালতে বিচারাধীন। তার মধ্যে ছবিতে শাইনির নাম ব্যবহার করে আদালতের স্বচ্ছ বিচারের ক্ষেত্রে বাধার সৃষ্টি করা হচ্ছে।