বিনোদন

লেট নাইট কফিতে উর্মিলা

ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে তিনি পেয়েছেন সাফল্য। এবার তিনি হাজির হচ্ছেন আরটিভির বহুল আলোচিত সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’তে। সরাসরি প্রচার হওয়া এ অনুষ্ঠানে এবার অতিথি হিসেবে থাকছেন এই লাক্স তারকা।

লেট নাইট শো অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। আগত অতিথি হিসেবে উর্মিলা তার জীবনের উত্থান-পতনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। এছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও কথা বলবেন তিনি। সর্বোপরি আলাপে উঠে আসবে উর্মিলার ক্যারিয়ারের নানাদিক।

টেলিফোন ও ই-মেলের মাধ্যমে দর্শকদের সাথে নির্দিষ্ট বিষয়ে নিয়ে কথা বলা হবে। মারিয়া নূর ও তৌসিফ মাহবুবের উপস্থাপনায় এবং সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে শনিবার রাত ১২টা ১ মিনিটে আরটিভির পর্দায়।

Show More

আরো সংবাদ...

Back to top button