
রিও অলিম্পিকের জন্য প্রস্তুত নাদাল
ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রিও অলিম্পিকের জন্য পুরোপুরি প্রস্তুত স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। স্প্যানিশ অলিম্পিক কমিটি গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদালের এখন আর অলিম্পিক দলে জায়গা করে নিতে কোন অসুবিধা নেই। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন নাদাল। কিন্তু চার বছর পরে হাঁটুর ইনজুরির কারণে লন্ডন অলিম্পিকে আর খেলা হয়নি। আগামী ৫ আগস্ট অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনের পতাকা বহন করা কথা রয়েছে ৩০ বছর বয়সী টেনিস সেনসেশনের। কিন্তু এখনো অবশ্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের কিছু আনুষ্ঠানিকতার প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে স্প্যানিশ অলিম্পিক কমিটির সভাপতি আলেহান্দ্রো ব্ল্যাঙ্কো বলেছেন, নাদালের ব্যাপারে এখন আমরা পুরোপুরি আশাবাদী যে সে রিওতে অংশগ্রহণ করছে। তার অংশগ্রহণ নিয়ে আমার কোন সন্দেহ নেই। পদক জয়ের জন্য যা করা দরকার সে তাই করছে, নিয়মিত অনুশীলনেও তার প্রতিশ্রুতি লক্ষ্য করা গেছে। রিও অলিম্পিকে সিঙ্গেলস ইভেন্ট ছাড়াও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজার সাথে জুটি বেঁধে মিক্সড ডাবলসে খেলবেন নাদাল। যদিও এখনো তিনি বাম কব্জির ইনজুরি সমস্যায় ভুগছেন। এই ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহারের পরে উইম্বলডনেও তার খেলা হয়নি।