
সাত বিদেশি কোচিং স্টাফকে গানম্যান দিচ্ছে বিসিবি
ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
আগে থেকেই নিরাপত্তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে গানম্যান দেওয়া হয় জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহেকে। কিন্তু গুলশানের হলি আর্টিজানের হামলা নতুন করে ভাবাচ্ছা বোর্ডকে। তাই বাংলাদেশ ক্রিকেটের কাজে নিয়োজিত মোট সাতজন বিদেশিকে গানম্যান দিতে যাচ্ছে বিসিবি।
বিসিবির নিরাপত্তা উপদেষ্টা মেজর(অব.) এই তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে হোসেন ইমাম বলেন, ‘জাতীয় দল এবং এইচপি মিলিয়ে মোট সাতজন বিদেশির জন্য গানম্যান চেয়ে আমরা বাংলাদেশ পুলিশের কাছে আবেদন করেছিলাম। আমাদের চাহিদা অনুযায়ী গানম্যান সরবরাহ করার নিশ্চয়তাও তাঁরা ইতিমধ্যে দিয়েছেন।’
যদিও গুলশানে জঙ্গী হামলার ঘটনার পরপরই গানম্যানের জন্য বিসিবির কাছে আবেদন করেন জাতীয় দলের ট্রেইনার মারিও ভিল্লাভারায়ন। ছুটিতে যাওয়ার আগেই নাকি বিসিবির কাছে নিজের বাড়তি নিরাপত্তার দাবি জানিয়ে গিয়েছিলেন তিনি।
যদিও ভিল্লাভারায়নের সঙ্গে সঙ্গে এই নিরাপত্তাব্যবস্থায় থাকছেন ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল ও স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগেও। জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরাই শুধু নন, হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কোচরাও গানম্যান পেতে চলেছেন।
হোসেন ইমাম বলেছেন, ‘জাতীয় দলের হেড কোচ আগে থেকেই গানম্যান পাচ্ছেন। আমরা অবশ্য ভাবতেও পারিনি যে বিদেশি সব কোচদের জন্যই এই ব্যবস্থা জরুরী হয়ে উঠবে। যাহোক, এবার ঢাকায় ফেরার পর সবাইকে গানম্যান দেওয়া হচ্ছে। কাউকে আর একা চলতে-ফিরতে দেওয়া হবে না।’