আন্তর্জাতিক

ফ্রান্সে সন্ত্রাসী হামলা : ফেসবুকের সাহায্যে হারানো শিশুকে ফিরে পেলেন মা

ঢাকা, ১৫ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

ফ্রান্সের নিস শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় মায়ের কোল থেকে হারিয়ে যায় ৮ মাস বয়সী এক শিশু। সন্তানকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমের সাহায্য নেন সন্তানহারা ওই মা। আর তাতেই নিজের সন্তানকে ফিরে পান তিনি। উল্লেখ্য, বাস্তিল দূর্গ পতন উপলক্ষ্যে আয়োজিত উত্‍‌সবে হঠাত্‍ করেই ৮০ কিলোমিটার বেগে ছুটে আসে বিস্ফোরক ও অস্ত্র বোঝাই একটি ট্রাক। প্রায় ২ কিলোমিটার পর্যন্ত রাস্তা জুড়ে মানুষকে নির্বিচারে পিষে মারে ট্রাকটি। সে সঙ্গে ট্রাকের ভিতর থেকে চালানো হয় এলোপাথারি গুলি। এসবের মধ্যেই আট মাসের পুত্র সন্তান থেকে আলাদা হয়ে যান মা তিয়াভা বেনঁ। ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে তিনি সাহায্য নেন ফেসবুকের। ছেলের একটি ছবি পোস্ট করে সবাইকে অনুরোধ জানান, যদি কোথাও এই শিশুকে পাওয়া যায় তাহলে যেন তার সঙ্গে যোগাযোগ করা হয়। ২১ হাজারেরও বেশি বার তার এই পোস্টটি শেয়ার করা হয়। কিছুক্ষণ পরে তিনি ফেসবুক আপডেটে লেখেন, ফিরে পেয়েছেন ছেলেকে। আতঙ্কের মধ্যে কোনো ব্যক্তি খুঁজে পেয়েছিলেন ছোট্ট ছেলেকে। পরে তিয়াভা বেনঁ’র পোস্ট দেখে তিনি যোগাযোগ করেন তিয়াভা’র সঙ্গে। ফিরিয়ে দেন তার সন্তানকে।

Show More

আরো সংবাদ...

Back to top button