জাতীয়

দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর কার্যক্রম চলছে

ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ আহ্বানের মধ্যে দিয়ে আজ দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দিবস পালিত হচ্ছে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ক্যাম্পেইন। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, ক্যাম্পেইনে দুই কোটিরও বেশী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

একই সঙ্গে এ দিবসটিতে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোসহ পুষ্টিবার্তা প্রচার করা হচ্ছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের আওতায় এ ক্যাম্পেইন চলছে।

বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোলপ্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটে ভ্রাম্যমাণ কেন্দ্রগুলোতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button