শিক্ষা

সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের উদ্বোধন আজ

ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

আজ শনিবার উদ্বোধন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট। দিরাই পৌর শহরের দোওজ গ্রামে প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করতে দিরাই আসছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

এসব প্রতিষ্ঠান উদ্বোধনের মধ্য দিয়ে ভাটি এলাকার স্বপ্নের বাস্তবায়ন হবে এবং কারিগরি ও নারী শিক্ষা উন্নয়নের দ্বার খুলে যাবে বলে জানিয়েছেন পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ও পৌর মেয়র মোশাররফ মিয়া।

দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে বেলা ১২টায় আয়োজন করা হবে আনুষ্ঠানিকতার। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মুস্তাফিজুর রহমান। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠান দু’টিই এলাকার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের নামে ও তার বিশেষ বরাদ্দ থেকে করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটির মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউট (এসজিপিআই) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি তিনটি কোর্সে ইতোমধ্যে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button