
বিনোদন
শিল্পকলায় আবারো কোর্ট মার্শাল
ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রাজধানী সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে আবারো মঞ্চস্থ হতে যাচ্ছে জনপ্রিয় নাটক ‘কোর্ট মার্শাল’। একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে থিয়েটার আর্ট ইউনিটের এই নাট্যপ্রযোজনাটি।
নাটকটির মূল লেখক স্বদেশ দীপক, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এসএম সোলায়মান। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ।
থিয়েটার আর্ট ইউনিটের প্রথম প্রযোজনা ‘কোর্ট মার্শাল’। ১৯৯২ সালে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়িয়েছে। শনিবার নাট্যশালায় এই নাটকের ২২৬তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।