খেলাধুলা

সাকিবের ব্যাটিং নৈপুণ্যে জিতল জ্যামাইকা

ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজানকে ৫ উইকেটে হারিয়েছে জ্যামাইকা তালওয়াস। অর্ধশত করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন সাকিব। এছাড়া বল হাতে ১টি উইকেটও নিয়েছেন তিনি।

শুক্রবার রাতে স্যাবাইনা পার্কে টস জিতে গায়ানাকে প্রথমে ব্যাট করতে পাঠায় জ্যামাইকা। ব্যাট করতে নেমে ক্রিস লিন ৩৩ এবং জেসন মোহাম্মদের ৪৬ রানের সুবাদে গায়ানার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১২৮।

জ্যামাইকার পক্ষে ২টি করে উইকেট নেন ডেল স্টেইন ও ইমাদ ওয়াসিম। বল হাতেও সাকিবের অবদান ছিল ২ ওভারে ২০ রানে ১ উইকেট।

১২৯ রানের টার্গেটে খেলতে নেমে মহাবিপর্যয়ে পড়ে জ্যামাইকা। মাত্র ২ রানে প্রথম ৪ ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথ ধরেন। দলের এই বিপর্যয়ে ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে ক্যারিবীয় দানব ক্রিস গেইল। দুজনে মিলে গড়েন ৮৭ রানের মূল্যবান জুটি।

সাকিব ৪৭ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। আর গেইল ২৯ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া আন্দ্রে রাসেল ১৬ বলে ২৪ রান করেন।

গায়ানার তানভীর ২টি, আলী এবং বীরস্বামী পেরমল ১টি করে উইকেট নেন।

ব্যাট এবং বল হাতে দারুণ নৈপুণ্যের কারণে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাকিব। সূত্র: ক্রিকইনফো।

Show More

আরো সংবাদ...

Back to top button