খেলাধুলা

১৮ কোটি টাকার গাড়ি কিনে রোনালদোর উদযাপন!

ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

প্রত্যেক সাফল্যের পর নিজেকে কিছু উপহার দেওয়ায় বিশ্বাসী ক্রিস্তিয়ানো রোনালদো। এবারের সাফল্য তো সবকিছু ছাড়িয়ে যাওয়া। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর তাই তার গ্যারেজে পৌঁছে গেছে অসাধারণ এক সুপার কার। রোনালদো যেটির নাম দিয়েছেন ‘অ্যানিম্যাল’! বাগাটি ভেইরন ১৬.৪ গ্র্যান্ড স্পোর্ট কার কিনেছেন তিনি। ১.৭ মিলিয়ন পাউন্ড যার দাম। বাংলাদেশের মুদ্রায় ১৭,৭৫,৯১,১৯৩ টাকা বা পৌনে ১৮ কোটি টাকা। ফ্রান্সের বিপক্ষে গত রবিবারের ইউরো ২০১৬ ফাইনালটা ভালো যায়নি রোনালদোর। ২৪ মিনিট খেলেই ইনজুরির কারণে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। তবে তার দল প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। সাইড বেঞ্চে থেকে দলকে উৎসাহিত করেছিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের হয়ে বড় কোনো শিরোপা জিতেছেন। এমন উপলক্ষ্য জীবনে বারবার আসে না। আর এটিকে স্মরণীয় করে রাখতে রোনালদো ঘরে এনেছেন কালো ১৬.৪ গ্র্যান্ড স্পোর্টকে। বাগাটির সেরা সুপারকারের একটি এটি। মাত্র ২.৬ সেকেন্ডের মধ্যে ০ থেকে ঘণ্টায় ৬২ মাইল গতিতে পৌঁছানোর ক্ষমতা এটির। ধারণা করা হয় বাগাটি ভেইরন ১৬.৪ গ্র্যান্ড স্পোর্ট তৈরিই করা হয়েছে মোটে ৪৫০টি। ঘণ্টায় এর সর্বোচ্চ গতি ২৫৫ মাইল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রাস্তায় চলা সবচেয়ে দ্রুত গতির কার এটি। এই গাড়ির বাইরের অংশের পুরোটাই কার্বন ফাইবারে তৈরি। এলিট এই কার স্পোর্টস স্টারের মধ্যে আগে কিনেছেন অবসর নেওয়া বক্সার ফ্লয়েড মেওয়েদার ও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। তাদের ক্লাবে যোগ দিলেন রোনালদো।

Show More

আরো সংবাদ...

Back to top button