
গাভাস্কারকে টপকে শীর্ষে কুক
ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
লর্ডস টেস্টে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যালেস্টার কুক। ওপেনার হিসেবে রানের দিক থেকে ইংলিশ অধিনায়ক ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ওপেনারদের একজন বলে বিবেচিত সুনিল গাভাস্কারকে।
লর্ডসে দ্বিতীয় দিনেই গাভাস্কারকে ছাড়িয়ে যান কুক। মোহাম্মদ আমিরের বলে বোল্ড হওয়ার আগে এদিন ৮১ রান করেছেন কুক। ওপেনার হিসেবে বর্তমানে কুকের রান ৯ হাজার ৬৩০ আর গাভাস্কার করেছেন ৯ হাজার ৬০৭ রান।
গাভাস্কার ওই রান করেছিলেন ২০৩ ইনিংস খেলে। তাকে টপকাতে কুকের লেগেছে ১৬ ইনিংস বেশি। দুজনই অপরাজিত থেকেছেন সমান ১২ বার। ওপেনার হিসেবে গাভাস্কারের গড় ৫০.২৯, কুকের ৪৬.৫২।
রান সংখ্যায় শীর্ষস্থান হারালেও ওপেনার হিসেবে করা শতকের সংখ্যায় এখনও সবার ওপরে গাভাস্কার। ক্যারিয়ারে ৩৪ টেস্ট শতকের ৩৩টিই ভারতীয় কিংবদন্তি করেছেন ওপেনিংয়ে। ওপেনিংয়ে কুকের শতক ২৬টি। ওপেনার হিসেবে কুকের চেয়ে বেশি শতক আছে গ্রায়েম স্মিথ (২৭) ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের (৩০)।