রাজনীতি

বিএনপি নেতা নাজমুল চৌধুরীর মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

মাদারীপুরের শিবচর থানা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার এক শোক বার্তায় তিনি এই শোক জানান। মির্জা ফখরুল বলেন, শিবচর থানা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি যে দায়িত্ব পালন করেছেন তা দলের নেতাকর্মীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম নাজমুল হুদা চৌধুরী মিঠুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

Show More

আরো সংবাদ...

Back to top button