
বল প্রয়োগে নয়, জঙ্গিবাদ দমন করতে হবে কৌশলে
ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘সরকার জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স গ্রহণ করেছে। তবুও জঙ্গিবাদ দমন হচ্ছে না। তার কারণ সরকার যে কৌশল গ্রহণ করছে তা কাজ করছে না।’
শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি সম্প্রতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্য চাই’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সুজনের আয়োজনে বিশটিরও বেশি সংগঠনের প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশ নেন।
বল প্রয়োগে জঙ্গি দমন করা যাবে না উল্লেখ করে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সরকার বল প্রয়োগে জঙ্গি দমনের চেষ্টা করছে। অথচ এটা বল প্রয়োগে দমন সম্ভব নয়। কারণ এর সঙ্গে বহু মানুষ দিনের পর দিন জড়িত হচ্ছে। তাদের ফেরাতে হবে। কেন তারা জঙ্গি হচ্ছে, কেনই বা হামলা করছে সেটার মূল কারণ বের করে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।’
এভাবে সুচিন্তিত কৌশলে এগুলেই জঙ্গি দমন করা সম্ভব হবে বলে যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘একদল ক্ষুব্ধ মানুষ কেন তারা হামলা করছে সেটা ক্ষতিয়ে দেখতে হবে। তাদের যুক্তি- তারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, শরিয়াহ প্রতিষ্ঠা করতে লড়ছে। তাদের আরো অধিকতর যুক্তি দিয়ে বোঝাতে হবে তাদের পথ ভুল।’
পাশাপাশি দেশের অন্য সব সন্ত্রাসবাদ নির্মূলেও জনগণ ও সরকারকে কাজ করতে হবে বলে মনে করেন তিনি।
ড. বদিউল আলম মজুমদার জানান, এই জঙ্গি হামলা কোনো রাজনৈতিক দলের বা গোষ্ঠির কিংবা কোনো সম্প্রদায়ে সমস্যা নয়। এটা একটা জাতীয় সমস্যা। এজন্য এটা নির্মূলে জাতীয় ঐক্যের প্রয়োজন। সাধারণ মানুষকে বোঝাতে হবে। কেননা যেখানেই কোনো হামলা হয় তখনই সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। সুতরাং তাদেরকে জেগে উঠতে হবে, প্রতিবাদী হতে হবে।’
মানববন্ধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ, গণস্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. জাফর উল্লাহ চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।