
কুকুর লেলিয়ে হিমু হত্যাকাণ্ডের রায় ২৮ জুলাই
ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
চট্টগ্রামে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে কলেজছাত্র হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যার আলোচিত মামলার রায় দেওয়া হবে আগামী ২৮ জুলাই।
শনিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এই দিন নির্ধারণ করেন।
একই দিন মামলার পাঁচ আসামির মধ্যে জামিনে থাকা শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন সাজুর জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
আসামিদের জাহিদুর রহমান শাওন এবং টিপুর ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ পলাতক। অন্য আসামি মাহবুব আলী ড্যানি কারাগারে রয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্ত্তী বলেন, ‘আদালতে বলেছি, এটি একটি ব্যতিক্রমী মামলা। কুকুর লেলিয়ে শিক্ষার্থী হত্যার ঘটনা বাংলাদেশে কখনোই ঘটেনি। শুধু নিহতের পরিবার নয়, সাধারণ মানুষও এ মামলার রায়ের অপেক্ষায় আছে। দোষীদের দৃশ্যমান সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।’
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানা এলাকায় শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসা নেয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়। এ ঘটনায় হিমুর মামা বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। মামলা হওয়ার এক মাস পর শাহাদাত হোসেন এবং ২০১২ সালের ১০ টিপু ও রিয়াদ আদালতে আত্মসমর্পন করেন। পরে সব আসামিই জামিনে বেরিয়ে যান।