জেলার সংবাদ

যশোরে বাড়ির ছাদ থেকে পড়ে যুবক নিহত

ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

যশোর শহরে নিজেদের তিন তলা বাড়ির ছাদ থেকে পড়ে ফয়সাল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পশ্চিম বারান্দী নাথপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আরিফুল ইসলামের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ইদ্রিস আলী জানান, সকালে বাড়ির ছাদে ঘোরাঘুরির সময় পা পিছলে নিচের টিনের চালের ওপর পড়ে গুরুতর আহত হন ফয়সাল। পরে স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button