
জেলার সংবাদ
রংপুরে বাস-ট্রাক সংর্ঘষে নিহত ২
ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় বাসযাত্রী।
শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুরের বড়দগা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে উপজেলার লালদিঘি এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন ছয়জন।