
জেলার সংবাদ
বগুড়ায় হত্যা মামলার আসামিসহ আটক ৩
ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
বগুড়ার গাবতলী উপজেলা থেকে হত্যা মামলার আসামিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চককাথুলী গ্রামের মাহফুজুর রহমান সাবুর ছেলে উজ্জ্বল, মৃত সরব উদ্দিন প্রামাণিকের ছেলে মাহফুজুর রহমান সাবু ও নজরুল ইসলামের ছেলে সিরাজ।
গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে উজ্জ্বল ও মাহফুজুর হত্যা মামলার আসামি। অপরজন সংঘর্ষের মামলার আসামি।