জাতীয়

‘হত্যা করে বাঙালিদের ভয় দেখানো যাবে না’

ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

‘স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ বাঙালি প্রাণ দিতে ভয় পায়নি। তেমনি বোমা মেরে কিছু মানুষ হত্যা করে বাঙালিদের ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

শনিবার (১৬ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্ম‍ূলে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, ‘পুলিশ জীবন দিয়ে জঙ্গিবাদ দমন করতে পারবে না। প্রয়োজন দেশের ১৬ কোটি মানুষের সহযোগিতা। যারা ধর্মের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাস করছে তারা দেশের শত্রু, এদের দমন করা প্রতিটি মানুষের নাগরিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ইসলাম ধর্মকে কলুষিত করতে এবং দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করতে এই দেশেরই কিছু সংখ্যক ছেলে সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে মুসলমান পরিচয় দিয়ে মানুষ হত্যা করছে।’

এসব ছেলেদের চিহ্নিত করতে সমাজের প্রতিটি স্তরের জনগণকে একযোগে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুর ইসলাম রিন্টু প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button