
পাকিস্তানে ভাইয়ের হাতে মডেল কানদীল খুন
ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে নিজ বাড়িতেই মডেল কানদীল ব্যালচ ভাইয়ের হাতে খুন হয়েছেন। শুক্রবার রাতে ২৬ বছর বয়সী এই মডেল ও অভিনেত্রী খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার সংবাদমাধ্যমকে এসব তথ্য জানায় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে বেড়ে চলা ‘অনার কিলিং’ এর সর্বশেষ শিকার হলেন অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এই সেলিব্রেটি। তার আসল নাম ফৌজিয়া আজিম।
পুলিশ জানায়, কান্দিল তার ভাই ওয়াসিমের হাতে খুন হয়েছেন। ঘটনার পর থেকে ওয়াসিম পলাতক রয়েছেন।
জেলা পুলিশ প্রধান আজহার আকরাম বলেন, ‘তাকে গলা টিপে দম বন্ধ করে হত্যা করা হয়। এটা ‘অনার কিলিং’ হিসেবে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
পুলিশ জানায়, পাকিস্তানে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন কানদীল ব্যালচ। তবে ইন্টারনেটে তার উত্তেজক ছবি আপলোড করা নিয়ে তার ভাই তাকে প্রায়ই হুমকি দিত।
তার সর্বশেষ মিউজিক ভিডিও ‘ব্যান’ গত সপ্তাহে প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়, যা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
প্রসঙ্গত, সাধারণ পরিবারের জন্য অসম্মান বয়ে আনে এমন মেয়ে বা নারীদের হত্যাই ‘অনার কিলিং’ হিসেবে পরিচিত। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রায়ই ‘অনার কিলিং’য়ের ঘটনা দেখা যায়।