আন্তর্জাতিক

২৬০০ কেজি টমেটো চুরি করে হাজতবাস!

ঢাকা, ১৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

দুই চারটা নয়, এক-দুই কেজিও নয়, ২৬০০ কেজির বেশি টমেটো চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে! ঘটনা ভারতের মুম্বাইয়ের সান্তাক্রুজ শহরতলির। ২৩ বছর বয়সি রাঞ্জেন জয়সওয়াল নামে ওই যুবক পাকা চোর। পুলিশ বলছে, মামলার অভিযোগকারীর দাবি, তিনি নিজের টেম্পোয় ওই টমেটো নিয়ে এসেছিলেন। গতকাল সান্তাক্রুজের শাস্ত্রীনগরে টমেটোভর্তি টেম্পোটি রেখে তিনি চলে যান।কিন্তু পরে মালপত্র পরীক্ষা করতে গিয়ে দেখেন, প্রচুর টমেটো নেই। ২৬০০ কেজির বেশি টমেটো কেউ চুরি করেছে। তিনি পুলিশে খবর দেন। একটি সূত্র মারফত্ খবর পেয়ে পুলিশ চুরির চার ঘণ্টার মধ্যে সিওন কোলিওয়াড়ার আনটুপ হিল থেকে  রাঞ্জেনকে গ্রেফতার করে। তার  কাছ থেকে ১৯৮৮ কেজি টমেটো উদ্ধার হয়েছে। এক টেম্পো টমেটো চুরির পিছনে কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সান্তাক্রুজ পুলিশ। রাঞ্জেনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।   ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ (চুরি) ধারায় অভিযুক্ত করা হয়েছে তাকে।

Show More

আরো সংবাদ...

Back to top button