
নর্থ সাউথের অধ্যাপকসহ আটক ৩
ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
শনিবার বিকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
আটক ব্যক্তিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ্ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী এবং ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, জঙ্গিরা বসুন্ধরা আবাসিক এলাকার ছয় নম্বর সড়ক ব্লক ই এর টেনামেন্ট-তিন-এর ফ্ল্যাট এ/৬ এ একত্রিত হয়েছিল। গত মে মাসে এ ফ্ল্যাটটি জঙ্গিদের অন্য সহযোগী সদস্যরা ভাড়া নিয়েছিল।
তিনি জানান, গুলশানের সন্ত্রাসী হামলার পর তারা দ্রুত বাসা ছেড়ে পালিয়ে যান। বাসা থেকে বালুভর্তি কার্টন ও তাদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে বলে জানান ডিসি মাসুদুর রহমান।
তিনি বলেন, ফ্ল্যাটটির মালিক হচ্ছেন গিয়াস উদ্দিন আহসান। আর ওই ফ্ল্যাটটি ভাড়া দেয়ার দায়িত্ব ছিল তার ভাগ্নে আলম ও ভবনের ব্যবস্থাপকের ওপর।
পুলিশের এ কর্মকর্তা জানান, ভাড়া দেয়ার আগে ভাড়াটিয়াদের কোনো তথ্য রাখা হয়নি। কিন্তু ভাড়া দেয়ার আগে ভাড়াটিয়াদের তথ্য রাখার জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা ছিল।
প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও ছয় জঙ্গিসহ ২৮ জন নিহত হন। নিহতদের ১৭ জন বিদেশী। হামলাকারীদের একজন নর্থ সাউথের সাবেক ছাত্র।