জেলার সংবাদ

গোপালগঞ্জে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

গোপালগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। ওই মাদক ব্যবসায়ীর নাম শিপুল শেখ (৩৫) বলে জানা গেছে।

শনিবার বিকেলে সদর উপজেলার মানিকদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ক্ষুব্ধ লোকজন শিপুলকে ধাওয়া করে তার ওপর হামলা চালায়। এতে সে আহত হয়। শিপুল ওই গ্রামের মুজাহের আলী শেখের ছেলে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, শিপুল একাধিক মামলার আসামি এবং মাদক ব্যবসায়ী। পুলিশ এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

 

Show More

আরো সংবাদ...

Back to top button