জেলার সংবাদ

বেনাপোলে চেকপোস্ট কাস্টমসে দুটি স্ক্যানিং মেশিন স্থাপন

ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বহু জল্পনা কল্পনার পর অবশেষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে এক কোটি টাকা মূল্যের দুটি অত্যাধুনিক স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়েছে।

শনিবার বিকেলে মেশিন দুটি বসানোর আনুষ্ঠানিক কাজ কাজ সম্পন্ন করেন চীন থেকে আসা নুকটেস কোম্পানির প্রকৌশলীরা। কাস্টমস কর্তৃপক্ষ দুটি মেশিন ইনকামিং ও আউটগোয়িংয়ে স্থাপন করেছেন।

কাস্টমস সূত্রে জানা যায়, বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে ইতোপূর্বেও দুটি স্ক্যানিং মেশিন ছিল। কিন্তু কাস্টমস কর্মকর্তারা তা ব্যবহার না করাতে যান্ত্রিক ক্রুটির কারণে কয়েক বছর ধরে অচল অবস্থায় পড়েছিল। পরে সেটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর ফলে এ পথে যাতায়াতকারী পাসপোর্টযাত্রীদের ব্যাগ কোনো রকমে হাতে দেখে ছেড়ে দেওয়া হতো। কিন্তু ভারতের পেট্রাপোল চেকপোস্ট কাস্টমসে স্ক্যানিং মেশিন সচল থাকায় পাচারকারী যাত্রীদের ব্যাগে থাকা স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী সেখানে আটক হয়।

এক বছর আগে চেকপোস্টে স্ক্যানিং মেশিনের বরাদ্দ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডে পত্র পাঠানো হয়। এরপর দরপত্র আহ্বান করা হয়। পরে চীনের নুকটেস কোম্পানি এর কাজ পান। সর্বশেষ ১৫ জুলাই তারা স্ক্যানিং মেশিন দুটি স্থাপনে বেনাপোল চেকপোস্টে আসেন এবং কাজ শুরু করেন।

শনিবার সন্ধ্যা ৬টার সময় মেশিন দুটি চালু করে দেখানো হয়। এর ফলে ব্যাগেজ তল্লাশি করার সময় গোপনভাবে লুকিয়ে রাখা স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা পাওয়া দেখা যাবে।

বেনাপোল কাস্টমস এর ডেপুটি কমিশনার মারুফুর রহমান জানান, চীন থেকে নুকটেস কোম্পানির দুটি মেশিন এক কোটি টাকা দিয়ে আমদানি করা হয়। এবং ওই কোম্পানির প্রকৌশলীরা মেশিন দুটি স্থাপন শেষে চালু করে দেখান।

তিনি বলেন, স্ক্যানিং মেশিন স্থাপনের ফলে দ্রুত যাত্রীসেবা দেওয়া যাবে। হাতে ল্যাগেজ খুলে চেক করতে সময় লাগত বেশি। এখন তা আর লাগবে না। তল্লাশি কাজে অনেক স্বচ্ছতা ফিরে আসবে।

Show More

আরো সংবাদ...

Back to top button