
চুয়াডাঙ্গায় বাউলের আস্তানায় হামলা : আহত ৩
ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
চুয়াডাঙ্গার জীবননগরে বাউল তরিকাপন্থী এক সাধু গুরুর আস্তানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় সাধু ভক্ত (আশেকান) দু’ নারীসহ ৩ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঝিনাইদহের ভবানীপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী রশিদা বেগম (৬০), কুষ্টিয়ার পোড়াদহ গ্রামের আব্দুর রহিম (৬৫) ও তার স্ত্রী বুলু বেগম (৫০)। আহতদের প্রথমে জীবননগর হাসপাতাল এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আস্তানার সাধু ভক্ত বক্স মন্ডল নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
আস্তানার সাধু গুরু (মালিক) মুকুল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার বিভিন্ন গ্রাম থেকে সাধু ভক্তরা এসে অনুষ্ঠান শেষে ওই আস্তানায় ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১০/১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আস্তানায় ঢুকে ভক্তদের এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন। এ সময় তাঁদের চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে গ্রামবাসী মুর্মূমু অবস্থায় রশিদা বেগম, আব্দুর রহিম ও তাঁর স্ত্রী বুলু বেগমকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এছাড়া এ ঘটনার পর থেকে আস্তানার অপর এক সাধুভক্ত কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের বক্স মন্ডল (৫০) নিখোঁজ রয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আনিছুর রহমান জানান, আহত রশিদার গলায় ও মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এবং আব্দুর রহিম ও বুলু বেগমকে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এছাড়া বুলু বেগমের ডান পা ভেঙে দেয়া হয়েছে। সবারই অবস্থা আশঙ্কাজনক।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে ঘটনাটি লোকমুখে শোনার পর বিষয়টি তদন্ত করে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।