
জনপ্রিয় অ্যান্ড্রয়েড ওএস এ যে ফিচারগুলো অনুপুস্থিত
ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
মোবাইল অপারেটিং সিস্টেমের বাজারে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে নামটি- তা হল অ্যান্ড্রয়েড। তবে পৃথিবীর এই সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেমে বেশ কিছু দরকারি ফিচার অনুপুস্থিত। আর এর কিছু ফিচার রয়েছে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমে।
এবার দেখা নেয়া যাক যে ফিচারগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অনুপুস্থিত
স্প্লিট-স্ক্রিন মাল্টি-টাস্কিং
এই ফিচারে ব্যবহারকারি একটি ডিসপ্লেতে দুটি উইন্ডো ব্যবহারের সুবিধা পেয়ে থাকে।
থ্রিডি টাচ
টেক জায়ান্ট অ্যাপল তাদের আইফোন ৬এস এর মাধ্যমে এই ফিচারের সাথে প্রথম পরিচয় করিয়ে দেয়। আর তারপরেই ডেভলপাররা এর সাথে সামঞ্জস্যপূর্ণ অ্যাপ তৈরি শুরু করে।
স্ক্রলিং স্ক্রিনশট
এই ফিচারটি স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে রয়েছে। এছাড়াও সর্বশেষ শাওমি’র এমআইইউআই এ রয়েছে এই সুবিধা তবে এখনও তা অ্যান্ড্রয়েডের নেটিভ বৈশিষ্ট্যে অনুপুস্থিত।
ডেস্কটপে নোটিফিকেশন অ্যালার্ট
আইওএস এ এই ফিচারটি ‘কন্টিনিউটি’ নামে পরিচিত। এতে স্মার্টফোনের নোটিফিকেশন ডেস্কটপে অ্যালার্ট আকারে পাঠায়। এতে ব্যবহারকারির সময় বেঁচে যায়। আর একই ফিচার অ্যান্ড্রয়েড ব্যবহারকারিরা ‘পুশবুলেট’ অ্যাপ ব্যবহার করলে পেয়ে থাকে।
ভিডিও রেকর্ড ইন কলার আইডি
এই ফিচারটি প্রথম পরিচয় করিয়েছিল শাওমি’র এমআইইউআই ৭ এ। এই ফিচারে ব্যবহারকারি ফোন কলের ৫ সেকেন্ডের ভিডিও রেকর্ড করতে পারে।