শিক্ষা

বেসরকারি ১৫ হাজার শিক্ষক নিয়োগের দরখাস্ত আহ্বান

ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় ১৫ হাজারেরও বেশি শিক্ষকের নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই এই পদ পূরণ করবে। সে জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

শিক্ষক পদ পূরণের চাহিদার বিস্তারিত তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা বুধবার (২০ জুলাই) থেকে ১০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

মেধার ভিত্তিতে আবেদন বাছাই করে প্রতিটি পদের বিপরীতে চূড়ান্তভাবে একজনকে নিয়োগের জন্য সুপারিশ করে সংশ্লিষ্ট স্কুল-কলেজ-মাদ্রাসার ব্যবস্থাপনা/পরিচালনা কমিটির কাছে প্রেরণ করা হবে। নির্বাচিত প্রার্থীকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগ দেবেন।

শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ জুন পর্যন্ত শূন্য পদের চাহিদা যারা পাঠিয়েছেন, তাদেরটাই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। পরে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাহিদা জানালে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button