খেলাধুলা

মেসি দুর্ভাগা: ক্রেসপো

ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দুর্ভাগা বলে অভিহিত করেছেন স্বদেশী সাবেক তারকা হারনান ক্রেসপো। তার মতে, আর্জেন্টিনা বর্তমানে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল, কিন্তু দুর্ভাগ্যের কারণে তারা কোনো শিরোপা জিততে পারছে না।

অবসর ভেঙে ভারতের একটি লিগে খেলতে আসা এই ফুটবলার বলেন, ‘জাতীয় দল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদি শেষ তিনটি টুর্নামেন্টের প্রতি লক্ষ্য করা যায়, সেখানে দেখবেন তারা তিনটিতেই ফাইনাল খেলেছে। ফাইনালে হারা বা জেতা বিষয় না। কিন্তু তারা কঠিন প্রতিদ্বন্দ্বী। আমি আশা করি এবং চাই যে আমাদের দল জিতবে।’

২০১৪ বিশ্বকাপ ও ২০১৫ কোপা আমেরিকার পর ২০১৬ সালে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে হেরে যায় মেসির আর্জেন্টিনা। চিলির কাছে টানা দ্বিতীয় বার কোপার ফাইনালে হারের পর অবসরের ঘোষণা দিয়েছেন বার্সেলোনা তারকা।

তাকে অবসর থেকে ফেরানোর জন্য অনেকেই অনুরোধ করেছেন। মেসি আদৌ আর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিনা তা নিশ্চিত করে বলা যায় না। সবার ধারণা মেসি না থাকলে আর্জেন্টিনা দলটি একেবারে ভেঙে পড়বে।

মেসির উপর দলের অতিরিক্তি নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন করা হলে ক্রেসপো বলেন, ‘আমি শুধু বলতে চাই যে মেসি খুবই ভালো খেলে। সে বিশ্বের সেরা খেলোয়াড়। সে দুর্ভাগা। এটা শুধু মেসির ক্ষেত্রেই নয়। এটা গত ২৩ বছরকে বলা চলে। এই সময় জাতীয় দল কোনো শিরোপা জিততে পারেনি। হ্যাঁ, আমরা অলিম্পিকে সোনা জিতেছি। কিন্তু অনেকগুলো ফাইনালে হেরেছি। সম্ভবত পরের বার আমরা জিতব।’

Show More

আরো সংবাদ...

Back to top button