
বাংলাদেশকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বানানোর চেষ্টা চলছে
ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
গুলশান ও শোলাকিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পটভূমিতে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্ববাসীর কাছে উপস্থাপনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
রোববার (১৭ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।
নিলু বলেন, ‘আমরা উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি, একটি আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করার অপচেষ্টায় লিপ্ত। তারা এবং তাদের এ দেশীয় দোসররা বাংলাদেশকে বন্ধুহীন ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। সে কারণেই গুলশানের রেস্টুরেন্টে জাপান, ইটালি, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যা করা হয়েছে।’
তিনি গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনগণকে জাতীয় স্বার্থবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বহীন অভিযোগ-পাল্টা অভিযোগ থেকে বিরত থেকে প্রকৃত ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনের জন্য ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
বিবৃতিতে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এনডিএফ ঘোষিত আগামী ১৯ জুলাইয়ের দেশব্যাপী গণজাগরণ কর্মসূচি পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।