রাজনীতি

ঐক্যের আহবান গ্রাহ্য না করা বিপজ্জনক: নজরুল

ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সন্ত্রাসবাদ মোকাবিলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহবান সরকার গ্রাহ্য না করলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ মিলাদ মাহফিলের আয়োজন করে।

নজরুল ইসলাম খান  বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতার জন্য নয়, কিংবা কাউকে ক্ষমতা থেকে সরাতে নয়, দেশ ও দেশের জনগণের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তাই জনগণের সেই ঐক্যের ব্যাপারে ক্ষমতাসীন সরকারের অস্বীকৃতিতে আরও বেশি মূল্য দিতে হতে পারে। যা বিপজ্জনক হতে পারে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আশঙ্কা করেছেন আরও জঙ্গি হামলা হতে পারে। উগ্রবাদ যাতে না বাড়ে, সে জন্য জনগণকে ঐক্যবদ্ধ করা দরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হলে জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে সন্ত্রাস দমন ও প্রতিরোধে জনগণ আরও বেশি সাহসী ও উদ্যোগী হবে।’

সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘তাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় যাওয়া বা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য এই ঐক্যের আহবান জানাননি। সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, শুধু তারাই দেশপ্রেমিক নয়, বিএনপিসহ আরও অনেক দেশপ্রেমিক দল আছে।’

দেশ সংকটের দিকে যাচ্ছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপিও চায় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। কিন্তু সেদিকে না গিয়ে সরকারপ্রধানসহ ক্ষমতাসীনেরা বিরোধী দল দমনে রাজনীতি করছে।’

যাদের আমরা সরকার হিসেবে মানি না তারপরও দেশ ও জনগণের স্বার্থে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন খালেদা জিয়া উল্লেখ করেন নজরুল ইমলাম খান। তিনি বলেন, ‘সরকারের উচিত খালেদা জিয়ার আহবানে সাড়া দিয়ে উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনে জনগণের প্রতিরোধ গড়ে তোলা। কারণ জনগণের প্রতিরোধ ছাড়া কেবল আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যে কাজ হয় না তার প্রমাণ ইতিমধ্যে দেশবাসী অবহিত হয়েছে।’

‘আগে যত বড় কথা বলা যেত এখন পাড়েন না’ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ উক্তির রেশ ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য এ যেন ধান ভানতে শিবের গীত। বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ নেই। বিএনপি এ ধরনের রাজনীতি করে না।’

আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে আরও বক্তব্য দেন-বিএনপি নেতা মোহাম্মাদ শাহজাহান ও খায়রুল কবির খোকন প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button