
যুক্তরাষ্ট্রে ফের পুলিশের ওপর গুলি, নিহত ৩
ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রগ শহরে আবারো পুলিশের উপর গুলিবর্ষণ করেছে বন্দুকধারী।গুলিতে নিহত হয়েছেন ৩ পুলিশ কর্মকর্তা, আহত হয়েছেন আরও ৪ পুলিশ সদস্য। রবিবার সকালে এ ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্টের খবরে এ সংবাদ জানানো হয়।
সিএনএনকে জানিয়েছে, রবিবার সকালে বন্দুকধারীর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপরই পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে ওই বন্দুকধারী।
ব্যাটন রগের মেয়র কিপ হলডেন বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ বাহিনী। ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, হামলাকারীও পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে। তবে এখনো নিশ্চিত খবর পাওয়া যায় নি।
উল্লেখ্য, মাত্র অল্পকয়েকদিন আগে ব্যাটন রগ শহরে পুলিশের গুলিতে অ্যালটন স্টার্লিং নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ায় গোটা যুক্তরাষ্ট্রজুড়ে তুমুল বিক্ষোভ ও উত্তেজনা শুরু হয়। এর জের ধরে টেক্সাসের ডালাস শহরে বিক্ষোভ চলাকালে বন্দুকধারীর গুলিতে নিহত হন ৫ পুলিশ কর্মকর্তা।