আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

লুইজিয়ানা অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর ব্যাটন রুজ শহরে এ হামলার ঘটনা ঘটে।

এনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শহরের মেয়র কিপ হোলডেন।

কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত এবং হাসপাতালে ভর্তি আছেন জানালেও তাদের সংখ্যা নিশ্চিত করতে পারেননি তিনি।

এছাড়া হামলাকারী বন্দুকধারীকে আটক করা সম্ভব হয়েছে কি না সেটাও জানাতে পারেননি মেয়র।

প্রত্যক্ষদর্শী একজন জানায়, কালো কাপড় পরিহিত এক ব্যক্তি আকস্মিক একটি সার্ভিস স্টেশন ও একটি কনভেনিয়েন্স স্টোরে গুলিবর্ষণ শুরু করে।

সাত পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।

Show More

আরো সংবাদ...

Back to top button