আন্তর্জাতিক

চীনের হুনান প্রদেশে পাহাড় ধস, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঢাকা, ১৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

চীনের হুনান প্রদেশে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে একটি গ্রামের অধিকাংশ বসতবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৭ জুলাই) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রদেশটিতে ভারী বর্ষণের ফলে বন্যার সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে সেখানকার রাস্তা-ঘাট। সেই সঙ্গে আটকা পড়ে আছে যানবাহনগুলো।

রোববার বিকেল পর্যন্ত প্রদেশের গুঝাং কাউন্টিতে ১৯৯.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, প্রদেশটিতে বসবাসরত জনগণকে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে চীনের দক্ষিণ ও পূর্ব এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হয়। সে সময় বন্যায় অন্তত ৬১ জনের প্রাণহানি হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button